১৪৪ কিলোমিটার গতি ধরে রাখতে পারবেন বাংলাদেশি তরুণ?

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭

ঢাকা প্লাটুনের নেট সেশনে বল করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। গতি দিয়ে এবার বিপিএলে নজর কেড়েছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা লক্ষ্মীপুরের এ পেসার। বোলিংয়ের এক ফাঁকে জিজ্ঞেস করা হলো, আগের ম্যাচে সর্বোচ্চ কত উঠেছিল? ট্রাউজারে বল ঘষতে ঘষতে হাসান জবাব দিলেন, ‘১৪৪।’ বিপিএলে পরশু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে জিততে পারেনি ঢাকা। ২০ বছর বয়সী এ পেসার সে ম্যাচে রান আটকাতে পারেননি। ৪ ওভারে রান দিয়েছিলেন ৫৫। তবে দুটি উইকেট নিয়েছিলেন, এর মধ্যে স্টাম্প উড়িয়েছিলেন আভিষ্কা ফার্নান্দোর। ম্যাচ শেষে অনেক আলোচনার মাঝে উঠে এসেছিল হাসানের ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতির ডেলিভারি। অনূর্ধ্ব-১৯ দলে থাকতে সংবাদমাধ্যমকে একবার বলেছিলেন, শোয়েব আখতার তাঁর আদর্শ। ঠিক পথেই আছেন হাসান। কিন্তু গতি তুলে তা ধরে রাখার বিদ্যাটা মোটেও সহজ না। বাংলাদেশে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশের পেসার এর আগেও এসেছে। সময় গড়ানোর সঙ্গে তাঁদের গতিও কমেছে। ঢাকার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন তা জানেন বলেই বিপিএলে যত্ন নিচ্ছেন হাসানের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও