লালমনিরহাটে প্রথম নারী এসপি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩
লালমনিরহাট জেলার প্রথম নারী এসপি হিসেবে যোগ দিচ্ছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক বেগম আবিদা সুলতানা। তিনি বর্তমান লালমনিরহাটের এসপি এসএম রশিদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। শুক্রবার দুপুরে এসপি এসএম রশিদুল হক ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম আবিদা সুলতানাকে লালমনিরহাটের এসপি হিসেবে পদায়ন করা হয়। ২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন বেগম আবিদা সুলতানা। কৃতিত্বপুর্ণ কাজের জন্য তিনি বিপিএম সেবা ও পিপিএম সেবা পদকেও ভূষিত হন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে