৭১-এর যুদ্ধে কী ছিল ভারতীয় সেনা কৌশল?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৩০
একাত্তরের ৩রা ডিসেম্বর ভারতের এগারোটি বিমানঘাঁটিতে একযোগে পাকিস্তানি বিমানহানার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা, দু’সপ্তাহেরও কম সময় পর ১৬ তারিখ ঢাকায় পাকিস্তানি জেনারেল একে খান নিয়াজি আত্মসমর্পণের দলিলে সই করামাত্র তার অবসান ঘটে। তার আগে ডিসেম্বরের সেই যুদ্ধে সরাসরি ঢাকাকেই আক্রমণের মূল নিশানা করার যে কৌশল নেয়া হয়েছিল, বাংলাদেশের বিজয়ে তার অবদান কতটা? যুদ্ধে আরেক শক্তিধর প্রতিবেশী চীনের ভূমিকাই বা কী ছিল?