কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপিএলে স্পট ফিক্সিংয়ের সন্দেহ স্বয়ং বিসিবি পরিচালকের

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ক্রিশমার সান্টোকির বিশাল নো বল অনেকেরই ভ্রু কুঁচকে দিয়েছে। বিশাল নো বলের আগের বিশাল ওয়াইড বলটিও ছিল সন্দেহজনক। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি পেসারের এমন কাণ্ডে অনেকেই স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন। সিলেটের বিসিবি মনোনীত পরিচালক তানজিল চৌধুরীও সন্দেহ করছেন অনৈতিক কিছুর। তিনি ইতিমধ্যেই সান্টোকির বিষয়টি তদন্ত করতে অনুরোধ করেছেন বিসিবিকে। এ প্রসঙ্গে জানতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে পরে ক্রিকইনফোর এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাহী বলেছেন, ‘দুর্নীতি বিরোধী যে কোনো ব্যাপারই অভ্যন্তরীণভাবে সামলানো হয়। তাই এ ব্যাপারে মন্তব্য করা ঠিক না। প্রতিটি বিপিএল দলের সঙ্গেই আকসুর কর্মকর্তা দেওয়া হয়েছে।’ সেদিন সান্টোকির নো বলের ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবির প্রায় সব পরিচালক। বিসিবি সূত্র জানিয়েছে, নিজ চোখে এত বড় নো বল হতে দেখার পর তাৎক্ষণিকভাবে বিসিবি প্রধান নির্বাহী আকসুকে তদন্ত করতে বলেছেন। তবে আকসুর কর্মকর্তাদের কাজ করার যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। জানা গেছে, সিলেট দলের সঙ্গে নিয়োগ দেওয়া আকসুর কর্মকর্তা পেশায় একজন প্রকৌশলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও