You have reached your daily news limit

Please log in to continue


শুধু নামের মিলের কারণে...

চৌগাছায় নামের মিল থাকায় এক আব্দুল আজিজের বদলে আরেক আব্দুল আজিজকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিরপরাধ আব্দুল আজিজ বর্তমানে কারাগারে থাকলেও প্রকৃত আসামি ধরা-ছোঁয়ার বাইরে। আসামি আব্দুল আজিজ গত তিন বছর ধরে কাতারে রয়েছেন। আসামি আব্দুল আজিজের বর্তমান বয়স ৪০ বছর হলেও গ্রেফতার আব্দুল আজিজের বয়স ৬১ বছর। অপরদিকে আসামি আব্দুল আজিজের পিতা আহাদ আলী কারিগর জীবিত থাকলেও গ্রেফতার আব্দুল আজিজের পিতা মৃত। আসামি আজিজের মায়ের নাম মর্জিনা বেগম হলেও গ্রেফতার আজিজের মায়ের নাম মৃত খাদিজা। পুলিশ বলছে নাম, বাবার নাম, গ্রামের নাম মিল থাকায় এমন ঘটনা ঘটেছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ২০০৯ সালের মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে নাম, বাবার নাম একই হওয়ায় আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তারা কিন্তু বলেনি, এই মামলার আসামি নয়। তার নামে অন্য মামলা আছে। সেজন্য তারাও মনে করেছে ওয়ারেন্ট হতে পারে। আদালতে হাজির করলেও বলেনি। পরবর্তী সময়ে আদালতের নথিতে জানা যায় এই আব্দুল আজিজ, সেই আসামি নয়। আমরা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবো ‘ভুল হয়েছে’। তিনি বলেন, ওয়ারেন্ট নাম-ঠিকানা দেখেই আসামি গ্রেফতার করা হয়। যাচাই করার সুযোগ থাকে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ অক্টোবর রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে লোহিত মোহন সাহার ছেলে নবকুমার সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন