![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/10/16/556321545df2e36d5f1278d1a9611ab9-59e3adef596a8.jpg?jadewits_media_id=1033781)
কখনোই সমকামী ছিলেন না, দাবি হিলারির
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২৫
হিলারি ক্লিনটন লেসবিয়ান বা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন—এ বিষয় গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ৪ ডিসেম্বর আমেরিকার বেতার ব্যক্তিত্ব হাওয়ার্ড স্টার্নের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ওই বিষয়টি উড়িয়ে দেন। হিলারির এই বক্তব্যে তাঁর সাবেক সেক্রেটারি এলজিবিটিকিউ অ্যাডভোকেট হতাশ হয়েছেন। স্টার্ন যখন হিলারিকে প্রশ্ন করেন, তিনি কখনো লেসবিয়ান সম্পর্কে জড়িয়েছিলেন কিনা। জবাবে তিনি বলেন,...