You have reached your daily news limit

Please log in to continue


১৫ বছরের আফগানকে ডাকছে আইপিএল

২০০৫ সালের ১ মার্চ জন্ম নুর আহমেদের। কাবুলের এই কিশোর গত মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন, তাতেই আইপিএলের নিলামে নাম উঠে গেছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ সব রেকর্ড এক সময় পাকিস্তানের দখলে ছিল। এখন তাদের প্রতিবেশী রাষ্ট্র হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে সব। রশিদ খান, মুজীব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাইদের সুবাদে একে এক সব রেকর্ড চলে যাচ্ছে আফগানিস্তানের দখলে। আইপিএলেও আফগান রাজত্ব শুরু হচ্ছে এবার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে ডাকা হয়ে নুর আহমেদকে। আফগান এই চায়নাম্যান বোলার কদিন আগেই আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারত সফর করে এসেছেন। বয়সভিত্তিক দলের হয়েই এমন পারফরম্যান্স করেছেন যে আইপিএলের স্কাউটদের নজরে পড়ে গেছেন। সেটাও অস্বাভাবিক নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন