এ কেমন নো বল!

সময় টিভি প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ। সিলেট থান্ডারের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ওভারে বল করতে এলেন ক্যারিবিয়ান পেসার ক্রিসমার সান্তকি। প্রথম দুই বল জায়গায় করার পর তৃতীয় বলে দিলেন বিশাল এক ওয়াইড। পরের দুই বল আবার ঠিকঠাক। তারপরের বলেই দেখা গেল অস্বাভাবিক এক ‘নো’ বল। লাইনের প্রায় এক হাত বাইরে গিয়ে পড়ল সান্তকির পা! ওভারস্টেপিংয়ের জন্য নো বল হলে বোলারদের পা এতো বাইরে সাধারণত পড়তে দেখা যায় না। ২০১০ সালে লর্ডস টেস্টে পাকিস্তানের মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিং করা ‘নো’ বলেও এত বাইরে পা পড়েনি। এর আগে টস জিতে সিলেট থান্ডারকে ব্যাট করতে দিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও