আইপিএলে দল কিনছেন গম্ভীর!

যুগান্তর প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৪০

আইপিএলে দলের মালিকানা স্বত্ব কিনছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগির দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক হতে চলেছেন ক্রিকেটার কাম এ রাজনীতিবিদ। সবশেষ ভারতের জাতীয় নির্বাচনে দিল্লি থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হন গম্ভীর। দীর্ঘদিন দেশটির রাজধানীর দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিল্লির ডেয়ারডেভিলসের হয়ে বেশ কয়েক বছর দাপটের সঙ্গে খেলেন এ বাঁহাতি ওপেনার। এর পর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন গম্ভীর। তার নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বাংলার দলটি। তবু দিল্লির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেনি। পরে কলকাতা ছেড়ে ফের দিল্লিতে ভেড়েন তিনি। তবে তেমন সুবিধা করে উঠতে পারেননি স্টাইলিশ ওপেনার। এবার সেই তিনিই দিল্লি ক্যাপিটালসের মালিকানা স্বত্ব কিনতে চলেছেন। এখন দিল্লি দল চলে দুজনের মালিকানায়। সেটি মূলত চালায় জেএসডব্লু স্পোর্টস এবং জিএমআর গ্রুপ। গেল বছর দলটির ৫০ শতাংশ মালিকানা স্বত্ব কেনে জেএসডব্লু স্পোর্টস। বাকি ৫০ শতাংশ ছিল জিএমআর গ্রুপের। গম্ভীর এই ৫০ শতাংশ শেয়ার কিনতে চলেছেন। কথাবার্তা প্রায় চূড়ান্ত। বাকি আছে শুধু আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমতি। সেই অনুমতি পেলেই তার নাম ঘোষণা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও