ময়মনসিংহ থেকে সব পথে বাস বন্ধ
ময়মনসিংহ থেকে বিভিন্ন পথে বিআরটিসির বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল সোমবার দুই পক্ষের হাতাহাতিতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সব পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকনেতারা।বাস বন্ধ থাকায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি ঢাকাসহ সব জেলাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তারা বিকল্প বিভিন্ন গণপরিবহনে বাড়তি ভাড়া দিয়ে এখন গন্তব্যে যেত বাধ্য হচ্ছে। ময়মনসিংহ ট্রাফিক বিভাগ ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ময়মনসিংহ নগর থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। ময়মনসিংহ থেকে মুক্তাগাছা উপজেলা পর্যন্ত ১০টি, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ৮টি এবং ময়মনসিংহ থেকে ফুলপুর পর্যন্ত ১০টি বিআরটিসি বাস নতুন যুক্ত হয়েছে। এসব বাস সরকারের কাছ থেকে ইজারার মাধ্যমে সড়কে চলাচল করছিল। সর্বশেষ গত রোববার ময়মনসিংহ থেকে নেত্রকোনা সড়কে আরও ১০টি বিআরটিসি বাস চালু হয়।