আজ থেকে পরীক্ষা শুরু, কিন্তু রুম্পা নেই
রুম্পা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৬৯তম ব্যাচের শিক্ষার্থী। আজ রোববার সকাল ১০টার সময় ৬৯তম ব্যাচের ‘ইন্ট্রোডাকশন টু প্রোস বা গদ্য পরিচিতি’ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রুম্পার প্রতি শোক ও তাঁকে হত্যার বিচারের দাবিতে ইংরেজি বিভাগের আজকের পরীক্ষা পেছানো হয়েছে। আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। ইংরেজি বিভাগের আজকের পরীক্ষা পেছানো হলেও আগামী মঙ্গলবার থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা তাবসুন। রুম্পার বাবা হবিগঞ্জ জেলার একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকন উদ্দিনের ইচ্ছে ছিল মেয়েকে শিক্ষক বানানোর। আজ রোববার সকালে রোকন উদ্দিন কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘মেয়ে আমার শিক্ষক হবে। জাতি গড়বে। সবাই সম্মান করবে। অথচ আমার সব আশা শেষ করে মেয়ে আমার চলে গেল সবাইকে রেখে। আমি আর কার জন্য টিকে থাকব? আমার সারা জীবনের অর্জনই আমার মেয়ে। পরীক্ষা দেওয়ার জন্য আমার মেয়ে ভার্সিটিতে সাড়ে ১৩ হাজার টাকা জমা দিয়েছিল। পরীক্ষার জন্য রাত জেগে পড়ালেখা করত।