‘আমার কর্মীর গায়ে আঁচড় লাগলে এক ঘণ্টা কেউ ঘুমাতে পারবে না’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার জীবন থাকতে আমার কর্মীর গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে নারায়ণগঞ্জে এক ঘণ্টা কেউ আরামে ঘুমাতে পারবে না। শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর আঘাত করবে আর তাতে নারায়ণগঞ্জ শান্ত থাকবে এটা যদি কেউ মনে করে তার মত বোকার রাজ্যে আর কেউ বাস করে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। আমার কথা কেউ হালকা করে নিবেন না। আমি ডাক দিলে তখন সবাই এগিয়ে আসবে। তখন নারায়ণগঞ্জের মাটিতে শুধু মাথা দেখা যাবে। সুতরাং ওই খেলা খেলতে আসবেন না। অনেক ধৈর্য ধরেছি। সামনে আর ধৈর্য ধরবো না। শনিবার (৭ ডিসেম্বর) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৮ সালে নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেসহ অনেকে আহত হয়েছিলেন। ওই ঘটনার দীর্ঘ ২২ মাস পর মেয়র আইভীকে হত্যার উদ্দেশে হামলার অভিযোগ এনে গত বুধবার (০৪ ডিসেম্বর) শামীম ওসমানের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এ বিষয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করতেই শামীম ওসমান এ ধরনের বক্তব্য দেন।