যান্ত্রিক নগরে মুক্ত শৈশবের সন্ধান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৪০

ইট-কাঠের এই নগরে শিশু-কিশোরদের সময় কাটে চার দেয়ালের ভেতরে। নেই পর্যাপ্ত খেলার মাঠ। পার্ক বা খোলা জায়গারও অভাব। দূষণে বিষাক্ত আবহাওয়া ও পরিবেশ। দুরন্ত শৈশবেও শিশুরা নির্জীবভাবে বেড়ে উঠছে এই প্রাণহীন শহরে। এ শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য চাই খোলা আকাশ, উন্মুক্ত প্রান্তর। জনবহুল ঢাকা শহরে এমনটা মেলা মুশকিল। তাই বিকল্প হিসেবে সড়ককেই অনেকে বানিয়ে নেয় খেলার মাঠ। কাটায় কিছু মুক্ত সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও