![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F05%2Fpr.jpg%3Fitok%3DJp-0joeY)
পিএসটিসি মডেল ক্লিনিকে অ্যাম্বুলেন্স প্রদান
এনটিভি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫
আফতাবনগরে অবস্থিত পিএসটিসি মডেল ক্লিনিকের জন্য অ্যাম্বুলেন্স প্রদান করেছেন আসফিয়া দোজা। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর নিকেতনের হেড অফিসে আজ বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। সকালে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসফিয়া দোজা। তিনি তাঁর মা প্রয়াত কর্পূরনেসার নামে অ্যাম্বুলেন্স দান করেছেন। পিএসটিসির চেয়ারম্যান মোসলেহ উদ্দীন আহমেদের কাছে মডেল ক্লিনিকের জন্য অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম বি দোজা। পিএসটিসির নির্বাহী পরিচালক ড.