শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে বানিয়াচং উত্তাল
শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রি কলেজ। ঘটনার ও থানায় অভিযোগ দায়েরের ৪ দিন অতিবাহিত হওয়ার পরও সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনের সড়কে মিছিল, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচির হুমকি দেন। শিক্ষার্থী জামাল আহমেদের সভাপতিত্বে ও সহিদুর রহমান নয়নের পরিচালনায় কর্মসূচিতে অধ্যক্ষ সাফিউজ্জামান খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অনুপ রায়সহ সকল শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী জহিরুল ইসলাম হৃদয়, এএইচ হৃদয়, নাঈম খান, রকিব আহমদ, সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম নৌশাদ, আশরাফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার কলেজের অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগকর্মী সিয়াম আহমেদ (২০) কয়েকজন বহিরাগত ছাত্রলীগকর্মী সঙ্গে নিয়ে কলেজে ঢুকে ছাত্রীদের কমনরুমের দিকে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানিসহ মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা চালায়। এতে উপাধ্যক্ষ শামছুজ্জামান খান ও ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী বাধা দিলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় শিক্ষার্থীরা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে বানিয়াচং পুলিশ কলেজে গেলে উপাধ্যক্ষ বাদী হয়ে এজাহার দেন। ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ নামীয় আসামি সিয়ামসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী বিক্ষুব্ধ হয়ে গতকাল প্রতিবাদী কর্মসূচিতে ক্যাম্পাসসহ সামনের সড়ক উত্তাল করে তুলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- শিক্ষক লাঞ্ছিত
- হবিগঞ্জ