You have reached your daily news limit

Please log in to continue


এবারই প্রথম

তানভীন সুইটির সঙ্গে দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ’র সম্পর্কটা পারিবারিক। তারা তিনজনই একে অন্যের পারিবারিক অনুষ্ঠানগুলোতে সবময়ই অংশ নেয়ার চেষ্টা করেন। তবে এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে আগামী বিজয় দিবসে প্রচারের জন্য বিশেষ নাটক ‘মেঘ ভাঙ্গা রোদ’-এ অভিনয় করেছেন। নাটকটির গল্প রচনা করেছেন ড. ইনামুল হক। এরইমধ্যে রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে এটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। ‘মেঘ ভাঙ্গা রোদ’ নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে আরো অভিনয় করেছেন এস এম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিল্লোল, সাব্বির আহমেদসহ অনেকেই। এদিকে তানভীন সুইটি অভিনীত আকরাম খান পরিচালিত ‘কালের যাত্রা’ ধারাবাহিকটি নিয়মিত প্রচার হচ্ছে বিটিভিতে। এছাড়া দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে একসঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এই নাটকটিও বিটিভিতে প্রচার হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন