নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বৈশ্বিক উষ্ণতা : গুতেরেস
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দেশগুলো পর্যাপ্ত কাজ করছে না বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, এরকম চলতে থাকলে বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি এমন দিকে চলে যেতে পারে যেখান থেকে হয়তো আর ফিরে আসার সুযোগ থাকবে না। সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হওয়া দু’সপ্তাহের বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রারম্ভে এই হুঁশিয়ারী বার্তা প্রদান করেন তিনি। তিনি বলেন, ‘আমরা খুব দ্রুতই এমন এক দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে ফিরে আসার আর পথ নেই। আমরা এরই মধ্যে জলবায়ু সংকটের মুখোমুখি হয়েছি এবং জলবায়ু পরিবর্তন থেকে ফিরে আসতে না পারার অবস্থায় পৌঁছে যাওয়াটা এখন আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি। সেদিন এখন আর খুব বেশি দূরে নেই।’ বিশ্বব্যাপী দাবানল থেকে শুরু করে বন্যার মত চরমভাবাপন্ন আবহাওয়া মনুষ্যসৃষ্ট বিশ্ব উষ্ণায়নেরই ফল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.