২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩

কক্সবাজারের টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মো. আবদুল কালাম (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফ থানাধীন জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ সাদি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুড়া এলাকার সুলতান আহমদের বাড়ির দক্ষিণ দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পায় র‌্যাব। এই সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে দু’টি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবাসহ আবদুল কালাম নামে মিয়ানমারের নাগরিক ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে বস্তায় থাকা ইয়াবাগুলো গণনা করে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।আটক ব্যক্তি হচ্ছে মিয়ানমারের মংডু থানার মাংগালা এলাকার মো. ইউসুফের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও