You have reached your daily news limit

Please log in to continue


আশা এবং আশা ভঙ্গের কথা

প্রধানমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে যথার্থই বলেছেন, ‘অবৈধ টাকায় বিরিয়ানির চেয়ে সাদাসিধে জীবন ভালো’। এ কথাটি তিনি তার বহুবছরের অভিজ্ঞতার আলোকেই বলেছেন। তার পিতা বঙ্গবন্ধু একবার বলেছিলেন, চাটার দল সব চেটেপুটে খেয়ে নিল। এ উক্তিটি তিনি করেছিলেন ১৯৭৪ সালে। তারপর দীর্ঘ ৪৫ বছর পর তার কন্যাও একই ধরনের উক্তি করলেন। ইতিমধ্যে ঐ চাটার দল নানাভাবে পুষ্ট হয়ে বিভিন্ন কৌশলে বিরামহীনভাবে চেটেপুটে খেয়েছে। সাম্পªতিক কালে প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন তাতে একদিক থেকে আমরা আশান্বিত হয়েছি আবার অন্যদিকে খুবই হতাশ হয়েছি। কারণ এই বার্তাটি কোথাও পৌঁছাচ্ছে কি না সে ব্যাপারে সন্দিহান হচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন