![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/sm/Bus20191201110851.jpg)
তবুও সড়কে ফেরেনি শৃঙ্খলা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:০৮
ঢাকা: নিরাপদ সড়ক আন্দোলনের প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়েছে। তারপরও ঢাকার সড়কে ফেরেনি শৃঙ্খলা। সড়কে শৃঙ্খলা না থাকায় হরহামেশা দুর্ঘটনা ঘটছে। সড়কে লেন মেনে গাড়ি চালানোর দৃশ্য নেই, আছে শুধু প্রতিযোগিতা করে গণপরিবহন তথা বাস চালানোর দৃশ্য। সেই সঙ্গে সড়কের মাঝখানে যাত্রী উঠা-নামাও বন্ধ হয়নি।