সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য ঘোষিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী, তা নিয়ে চলছে সরব আলোচনা। বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে মরিয়া একঝাঁক প্রার্থী। তাদের পক্ষে বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার-ফেস্টুনও লাগিয়েছে অনুসারীরা। জানা গেছে, প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ৭ নভেম্বর সংসদ সদস্য বাদল মৃত্যুবরণ করায় ভোট করতে হবে নব্বই দিন সময় হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে। তাই প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.