![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/sm/dia's-father20191201102653.jpg)
বাস না চালানোর প্রতিজ্ঞায় অটল রয়েছেন দিয়ার বাবা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:২৬
ঢাকা: ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের বাস চাপায় নিহত হন রাজধানীর কুর্মিটোলার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খাতুন মিম। তার বাবা জাহাঙ্গীর আলম ছিলেন পেশায় বাসচালক। বাসচাপায় মেয়েকে হারিয়ে বলেছিলেন, ‘যে বাস আমার মেয়েরে চাপা দিল, সেই বাস আর আমি চালামু না।’ প্রায় দেড় বছর পরও কথায় অটল থেকেছেন দিয়ার বাবা।