জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ লম্বাগাছ এলাকার হাজী হারন আলী ও তার সহোদর সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় হাজী হারান আলী তার দুই ছেলে আর নাতিদের সঙ্গে নিয়ে ঘর উঠাতে গেলে জাকির হোসেন তাতে বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হারান আলী তার দুই ছেলে আব্দুল জলিল ও ইউছুফ আলী এবং জয়নাল আবেদীনের ছেলে রিপন ও খাইরুল এবং ইউছুফ আলীর ছেলে রাশেদুল আহত হয়। আহত রিপন, খাইরুল ও রাসেদুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত হাজী হারান আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং হাজী হারান আলীর দুই ছেলে আব্দুল জলিল (৩৫) ও ইউছুফ আলীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা দু’জনই মার যায়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিহতেদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও