কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ কাজ বন্ধ

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে উল্লাপাড়ায় নির্মীয়মাণ সাব রেজিস্ট্রি কার্যালয়ের নতুন ভবনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে এই কার্যালয়ের নতুন ভবনের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। গত সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এই নয়া ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ছামাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফিরোজ আহমেদ এই কাজের ঠিকাদার। গণপূর্ত বিভাগের সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রেজা সমকালকে জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করলে তা কখনই টেকসই হবে না। উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। ফলে ভবনের কাজ কয়েক দিন আগে বন্ধ করে দেয়া হয়েছে। অবিলম্বে ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে শিডিউল মোতাবেক ১ নম্বর ইট দিয়ে কাজ শুরুর নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার ফিরোজ আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুলক্রমে কিছু খারাপ ইট তার সাইডে চলে আসে। তিনি এসব ইট সরিয়ে দিয়ে ভালো ইট ব্যবহার করে  দ্রুত কাজ শুরু করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও