You have reached your daily news limit

Please log in to continue


বিপিএলে ১৪০-১৫০ স্ট্রাইকরেটের ব্যাটসম্যান খুঁজবে বিসিবি

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকেটারদের পারফর্মেন্সের ওপর নজর রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে আয়োজিত টুর্নামেন্টটি ক্রিকেটারদেরটি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার মঞ্চ হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে বিপিএলের আগের টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এবার বিসিবির সরাসরি তত্বাবধানে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সপ্তম আসরটি। বাশার আজ সাংবাদিকদের বলেন, 'আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণেই আমরা বঙ্গবন্ধু বিপিএলের দিকে নজর রাখছি। যাতে আমরা বিশ্বকাপের জন্য সেরা দলটি গঠন করতে পারি। বিপিএলে তরুণ খেলোয়াড়দের উপর তীক্ষ্ণ নজর রাখা হবে। বাদ যাবে না সিনিয়র খেলোয়াড়রাও।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন