প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘আনোয়ার হোসেন স্মরণ ও স্মৃতিতর্পণ অনুষ্ঠান’

মানবজমিন প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

গত বছরের ১লা ডিসেম্বর না ফেরার দেশে চলে যান সিনেমাটোগ্রাফার,ফটোগ্রাফার,চলচ্চিত্র শিক্ষক আনোয়ার  হোসেন। ছয়বার জাতীয় পুরস্কার পাওয়া এই কিংবদন্তি কমনওয়েলথ গোল্ডসহ পেয়েছিলেন ৬৮টি আন্তর্জাতিক পুরস্কার। আগামীকাল তার প্রথম মৃত্যুবার্ষিকী। আনোয়ার হোসেন প্রয়াণের এক বছর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে ‘আনোয়ার হোসেন স্মরণ ও স্মৃতিতর্পণ অনুষ্ঠান’। পাশাপাশি এই দিন আনোয়ার হোসেনকে নিয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রকাশ করবে একটি বিশেষ স্মারক পোস্টার। এমন তথ্য আজ জানানো হয়েছে। এ পোস্টারটি অঙ্কন করেছেন শিল্পী সব্যসাচী হাজরা এবং পোস্টারটির প্রকাশনার উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। এছাড়া স্মৃতিতর্পণ ও স্মরণ আয়োজনে আনোয়ার হোসেনের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করবেন বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র ইতিহাসকার অনুপম হায়াৎ, বরেণ্য আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, আনোয়ার হোসেনের অনুজ ভ্রাতা আলি হোসেন বাবু এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আনোয়ার হোসেনের সিনেমাটোগ্রাফিতে নির্মিত চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী,’ ‘পুরস্কার’,‘হুলিয়া’, ‘দহন’, চিত্রা নদীর পারে’, ‘চাকা’, ‘অন্য জীবন’, ‘লালসালু’ ‘লালন’ ‘শ্যামল ছায়া’ শিল্পধর্মী চলচ্চিত্রের উজ্জ্বল উদাহরণ হয়ে ইতিহাস হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্রধারণে আনোয়ার হোসেন একজন কিংবদন্তী হয়ে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও