
মুক্তিযুদ্ধকে ছড়িয়ে দিতে পাবনায় হচ্ছে ‘স্বাধীনতা চত্বর’
এনটিভি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৩৫
ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ। বাংলার স্বাধীকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে পাবনা জেলার রাজনৈতিক নেতা ও আপামর জনতার সাহসী ভূমিকা স্মরণীয়। মহান মুক্তিযুদ্ধে পাবনার সূর্য সন্তানদের কীর্তি অম্লান। এ ছাড়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রয়েছে পাবনার ছাত্র, যুবক ও শ্রমিকদের অনন্য অবদান। তারই সূতিকাগার ছিল পাবনার ঐতিহাসিক টাউন হল ময়দান। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাবনা টাউন হল প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসের বহু ঘটনার সাক্ষী হয়ে আছে এই টাউন হল। অনেক বরেণ্য রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তির স্মৃতিতে ধন্য এই টাউন হল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু