কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘সরকার শিক্ষাক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে’

পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অত্যধিক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এটা সরকারের বড় একটি সাফল্য। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সকল প্রকার যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি গতকাল দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, সিলেট বিভাগের উন্নয়নে পাঁচশ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব টাকার কিছু অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নে আংশিক ব্যয় হয়েছে। সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় ওই টাকা পর্যায়ক্রমে ব্যয় হবে। এসময় তিনি স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটি ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণের প্রতিশ্রুতি ছাড়াও ওই এলাকা নিয়ে একটি থানা গঠনে সহায়তার আশ্বাস দেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ মখলুছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেনগুপ্ত এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, ইনাতগঞ্জ ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল মিয়া। এ ছাড়াও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, থানার ওসি আজিজুর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাংবাদিক আশাহিদ আলী আশা প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন