অর্থনীতি চাঙ্গা করতে কর কর্তন শ্রীলংকার
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০২:০০
নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে কর কর্তন ঘোষণা করেছে শ্রীলংকা সরকার। সরকারের এ উদ্যোগের ফলে অর্থনৈতিক কার্যক্রম বাড়বে বলে জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি সাজিথ আট্টিগল। তিনি বলেন, এ পদক্ষেপের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, যার প্রভাব পড়বে রাজস্বে ও ২০২০ সালে বাজেট ঘাটতি কমবে। খবর ইকোনমিনেক্সট।