You have reached your daily news limit

Please log in to continue


পাষণ্ড স্বামীর কাণ্ড!

জামালপুরের মাদারগঞ্জে যৌতুকলোভী এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে মৃত ভেবে স্কুলের বাথরুমের পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী শোভা বেগমের বাবা তার জামাতা শাহীন মিয়াসহ ৫ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও মাদারগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শোভা বেগম ও তার বাবা শহীদুল মণ্ডলের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চরগোলাবাড়ী গ্রামের সেকান্দার খাঁর ছেলে শাহীন মিয়ার সঙ্গে ৭ মাস আগে পার্শ্ববর্তী ফুলজোড় গ্রামের শহীদুল মণ্ডলের মেয়ে শোভা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় শোভার বাবা জামাতা শাহীনকে ১ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দেন। কিন্তু বিয়ের কিছুদিন  যেতে না যেতেই আরো ২ লাখ টাকা যৌতুকের দাবিতে শাহীন স্ত্রী শোভাকে মাঝে-মধ্যেই নির্যাতন করতো। সোমবার রাতে শোভার স্বামী শাহীন ও শ্বশুরবাড়ির লোকজন তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে বেদম মারধর করার একপর্যায়ে সে জ্ঞান হারায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে আতামারী ফাতেমা মির্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাকে স্কুলের বাথরুমের পাশে অজ্ঞান অবস্থায় দেখে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দায়ের করা মামলার আইও মাদারগঞ্জ থানার এসআই সুমন চক্রবর্তী জানান, বুধবার বিকালে মামলা দায়েরের পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। মামলার ৫ আসামি সবাই পলাতক রয়েছে; তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন