জন্ম শতবর্ষে মান্না দে’কে স্মরণ
ভারতীয় উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী মান্না দে’র জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট ধর্মী এ অনুষ্ঠানে থাকবে ভারতের শিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের শিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের পরিবেশনা। আজ এনই (কে), ১৪, গুলশান এভিনিউতে সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে এই অনুষ্ঠান। ১৯১৯ সালে ভারতে জন্মগ্রহণ করেন এ কিংবদন্তি শিল্পী। ২০১৯ মহান এই শিল্পীর জন্ম শতবর্ষের বছর। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অনেক ভাষায় তিনি গান করেছেন। অনেক সংগীতবোদ্ধা তাকে হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন। মান্না দে গায়ক হিসেবে আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছেও ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। ৫ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। ২০১২ সালে শেষবার এই কিংবদন্তির লাইভ পারফরম্যান্স দেখেছেন সংগীতপ্রেমীরা। ২০১৩ সালের ২৪শে অক্টোবর না ফেরার দেশে চলে গেছেন তিনি। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য মান্না দে ভারত সরকার কর্তৃক ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৭ সালে দাদাসাহেব ফালকে সম্মাননা পেয়েছেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রদান করে।
- ট্যাগ:
- বিনোদন
- জন্মবার্ষিকী
- মান্না দে
- ভারত