ভিয়েতনাম ও অর্থনৈতিক উন্নয়ন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১০:৪৯
হ্যানয়, ভিয়েতনাম থেকে: প্রথমে ফরাসিদের আগ্রাসন, তারপর নিজেরাই দুই ভাগে বিভক্ত। পরবর্তীকালে ১৯৭৬ সালে মার্কিনিদের নাকানি-চুবানি খাইয়ে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এক হয়ে গঠিত হয় স্বাধীন ভিয়েতনাম। তবে বহির্বিশ্বের কাছে দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার অপবাদ বয়ে বেড়াতে হয়েছে তাদের। তবে এখন তারা জানান দিচ্ছে নিজেদের অর্থনৈতিক শক্তিমত্তার। তৈরি পোশাক খাতে বিশ্বে তৃতীয়, ধান উৎপাদনে প্রথম, কফি উৎপাদন ও রপ্তানিতে দ্বিতীয়, মৎস্য প্রাণী আহরণে তৃতীয় ভিয়েতনাম।