You have reached your daily news limit

Please log in to continue


‘মিউজিক স্টেশন’-এ মৌটুসী

সংগীতশিল্পী মৌটুসী পার্থ তার মিষ্টি কণ্ঠ ও সুন্দর গায়কি দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন নিয়মিত। টিভি পর্দায় সরাসরি গানের অনুষ্ঠানে বরাবরই তার উপস্থিতি দর্শক শ্রোতাদের অন্যরকম আনন্দ দেয়। বিশেষ করে লতা মুঙ্গেশকর, আশা ভোসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান তার কন্ঠে অন্যরকম দ্যোতনার সৃষ্টি করে। পাশাপাশি নিজের মৌলিক গানগুলোতেও মৌটুসীর পরিবেশনা বেশ প্রশংসনীয়। এই সংগীতশিল্পী এ সময়ে টিভি শোগুলোতে নিজের মৌলিক গানগুলোই গাওয়ার চেষ্টা করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও তিনি তার গান দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করবেন। আজ তিনি আরটিভি’র নিয়মিত সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ গান গাইবেন। এ প্রসঙ্গে মৌটুসী পার্থ বলেন, আজ অনুষ্ঠানের শুরুতেই দেশের গান পরিবেশন করবো। এর পরপরই শ্রদ্ধেয় আলাউদ্দীন আলীর সুরে করা দু’টি গান এবং নচিকেতার কথা ও সুরে করা গানগুলো গাইবো। এছাড়া আরো আগে প্রকাশিত আমার মৌলিক কিছু গানও গাইবো। সত্যি বলতে কী এখন আমি আমার মৌলিক গানগুলোই গাওয়ার চেষ্টা করছি। বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে দেশের এবং ভারতের কিংবদন্তি শ্রদ্ধেয় শিল্পীদের গান গেয়েছি। এবার একটু নিজের গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। আশা করছি আজকের ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। এদিকে মৌটুসী বিশ্বাস সম্প্রতি ফরিদ আহমেদের সুর সংগীতে একটি দেশের গান ও একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন। এগুলোর মধ্যে ‘স্বাধীনতা’ শীর্ষক গানটি লিখেছেন আয়েত হোসেন, আর ‘অভিমান’ গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ। উল্লেখ্য, ‘মিউজিক স্টেশন’ প্রযোজনা করছেন শিবলী জিয়া এবং প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিট থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন