ধর্ষকদের মুখে দলবদ্ধ ধর্ষণের স্বীকারোক্তি

মানবজমিন প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০

কনডেন্সড মিল্ক কারখানা থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে চার ধর্ষক। অভিযোগ পেয়ে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ধর্ষকরা।  গ্রেপ্তার অভিযুক্ত ধর্ষকরা হলো-জানে আলম, মো. আলমগীর, মো. ইউনূস ও বাবু। ধর্ষণে সহায়তাকারী অপর যুবকের নাম মো. জুয়েল। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন নগরীর বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার।ওসি প্রিটন সরকার বুধবার সকালে জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বেরিয়ে নগরীর অক্সিজেন মোড়ে দাঁড়িয়ে তরুণী ও তার পুরুষ সহকর্মী কথা বলছিলেন। এ সময় আলমগীর ও ইউনূছ গিয়ে দুজনের পরিচয় জানতে চায়। তারা সহকর্মী বললে রাতে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার কারণ জানতে চায়। এ সময় দু’জনকে জোর করে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।এ সময় পুরুষ সহকর্মী প্রতিবাদ করলে আলমগীর তাকে থাপ্পড় মারে। এক পর্যায়ে বাবু ও জানে আলম এগিয়ে আসে। আলমগীর, বাবু ও ইউনূস মিলে তাকে মারধর শুরু করলে তরুণী রাস্তার দিকে হাঁটা শুরু করেন। তখন জানে আলম তাকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে রিকশায় তুলে মিদ্দাপাড়ার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে বাকি তিনজনও সেখানে যায়। এরপর চারজন মিলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে ওই তরুণীকে তাদের বন্ধু জুয়েলের মিনিবাসে তুলে দেয়। জুয়েল ও জানে আলম মিলে ওই বাসে করে তরুণীকে আমিন জুট মিল এলাকায় নিয়ে যায়। সেখানে একটি টি-স্টলে তরুণীকে বসিয়ে তারা চায়ের অর্ডার দেয়। তখন তরুণী কান্না শুরু করে। টহল পুলিশ দেখে জানে আলম ও জুয়েল পালিয়ে যায়। পরে মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে প্রথমে জানে আলম ও জুয়েলকে, এরপর মো. আলমগীর, মো. ইউনূস ও বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান,  সোমবার রাতেই তরুণীর ডাক্তারি পরীক্ষা সমপন্ন হয়। এরপর ওই তরুণী পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ধর্ষকরা মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর সিএমএম আদালতে দলবদ্ধ ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও