আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ শুদ্ধি অভিযান : শেখ পরশ
যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমাদের জন্য এখন নতুন চ্যালেঞ্জ হচ্ছে শুদ্ধি অভিযান। এই অভিযানকে আমাদের সফল করতে হবে। যুবলীগের ত্যাগী কর্মীরাও এটা চায়। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে সেই অভিযানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হবেন। যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ফজলে শামস পরশ প্রথম যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তার সঙ্গে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানও ছিলেন। এ সময় আগামী ৪ ডিসেম্বর যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন দেশব্যাপী পালন করা হবে বলেও জানান সংগঠনটির নবনির্বাচিত চেয়ারম্যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.