‘রাজপঙ্খি’ নাকি ‘ময়ূরপঙ্খি’? দাম সাড়ে ৫ লাখ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১৭:৫১
মাগুরা শহরের নতুন বাজার ছানার বটতলায় আয়োজিত ফার্নিচার মেলায় শোভা পাচ্ছে এ ধরনের দুটি পালঙ্ক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কাঠমিস্ত্রি ইয়াছিন শেখ মেলায় পালঙ্ক দুটি নিয়ে এসেছেন। পালঙ্ক দুটির নাম দিয়েছেন ‘রাজপঙ্খি’ ও ‘ময়ূরপঙ্খি’। প্রতিটি পালঙ্কের দাম চাইছেন সাড়ে পাঁচ লাখ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কাঠের আসবাবপত্র
- মাগুরা