You have reached your daily news limit

Please log in to continue


দল ব্যর্থ হলেও এগিয়েছেন মুশফিক

গেল বিশ্বকাপ থেকেই আশানুরূপ সাফল্য পাচ্ছেন না টাইগাররা। কোনো কিছুতেই যেন বিপদ পিছু ছাড়ছে না তাদের। একের পর এক হারের মধ্যদিয়ে দলগতভাবে ভারত সফরের টেস্ট সিরিজ থেকেও কিছু নিয়ে ফেরেনি বাংলাদেশ। ইন্দোরের পর কলকাতা টেস্টও হারতে হয়েছে ইনিংস ব্যবধানে, খেলার ইতি ঘটেছে তৃতীয় দিনে। তবে দলের এমন ভরাডুবিতেও ব্যক্তিগতভাবে খানিকটা সফল মুশফিকুর রহিম। প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ রানের ইনিংসের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৭৪ রানের ইনিংস।ইশান্ত-শামি-উমেশদের বিপক্ষে খেলা দারুণ এই ইনিংস তাকে র‌্যাংকিংয়ে এগিয়ে দিয়েছে অনেকখানি। আইসিসির টেস্ট সেরা ব্যাটসম্যানদের মধ্যে ৩০ থেকে ২৬-এ উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটিই সেরা অবস্থান, একধাপ পিছিয়ে ২৭-এ আছেন দেশের হয়ে শেষ তিনটি টেস্ট না খেলা তামিম ইকবাল।দু'দিনের ব্যবধানে শেষ হওয়া বাংলাদেশ-ভারত, অস্ট্রেলিয়া-পাকিস্তান ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট শেষ হওয়ার পরদিন মঙ্গলবার হালনাগাদ করা র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। বাংলাদেশিদের মধ্যে সেরা অর্জন মুশফিকেরই; টেস্ট সিরিজ শুরুর আগে ছিলেন ৩৭-এ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন