You have reached your daily news limit

Please log in to continue


লন্ডনে লাইসেন্স হারালো উবার

লন্ডনে লাইসেন্স হারালো উবার আন্তর্জাতিক- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ২৫ নভেম্বর, ২০১৯ ১৮:৫৬ লাইসেন্সবিহীন ও বীমাবিহীন চালকদের দ্বারা যাত্রীসেবা দেয়া বন্ধ করতে ব্যর্থ হওয়ায় বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবারের লাইসেন্স বন্ধ করছে লন্ডন কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উবারের লাইসেন্স নবায়ন করতে না দিতে সিদ্ধান্ত নেয় লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি। উবারের নবায়ন বাতিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ২০১৮ সালের জুনে উবারকে ১৫ মাসের জন্য লাইসেন্স অনুমোদন দেয় বিচারক। মেয়াদ আর না বাড়ানোয় ওই পনের মাস পেরিয়ে সোমবারই শেষ হচ্ছে উবারের চলতি লাইসেন্সের মেয়াদ। বিজ্ঞাপন লাইসেন্স বাতিলের বিষয়ে লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি বলছে, উবারের বিরুদ্ধে নানা ধরণের আইন ভঙ্গের অভিযোগ রয়েছে যা যাত্রীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ভবিষ্যতেও এই ধরণের ঘটনা পুনরায় ঘটবে না, সে বিষয়ে নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন