You have reached your daily news limit

Please log in to continue


পেঁয়াজের বর্তমান মজুত জানার চেষ্টা করছে শুল্ক গোয়েন্দা

চলতি বছরের আগস্ট মাস থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এসব পেঁয়াজ আমদানিকারক ৪৭টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চেষ্টা করছে এসব আমদানিকারকদের কাছে বর্তমানে কী পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে তা জানতে। অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, ‘আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। যারা আমদানি করেছেন, তারা আমদানির পরে কোথায় কোথায় বিক্রি করেছেন। কী মূল্যে বিক্রি করেছেন। এখন পর্যন্ত তাদের হাতে কত টন পেঁয়াজ মজুত আছে, সেটাই আমরা জানার চেষ্টা করছি।’ সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নিজ কার্যালয়ে মহাপরিচালক সহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন