নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা

চ্যানেল আই হাফসা হোসাইন প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১৫:০৫

নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা মতামত - হাফসা হোসাইন ২৫ নভেম্বর, ২০১৯ ১৫:০৫ জীবিকার তাগিদে ছুটছে সবাই। প্রযুক্তির কল্যাণে বিশ্ব এগিয়ে গেছে বহু দূর। পাল্টেছে জীবন। বদলে গেছে জীবিকার ধরনও। তার মধ্যেও আটপৌরে কিছু পেশা ধরে রেখেছেন অনেকে। তাদের এই পেশাগুলোকে সেবা বলা যায়। ব্যস্ত জীবনকে তারা সহজ করে তুলেছেন। চলতে ফিরতে তাদের সঙ্গে দেখা হয়। কথা হয়। ছোট ছোট গল্পে সহজে মিশে যাওয়া যায় সরল জীবনে। পড়ালেহা বেশি শিখি নাই তাই মাছ কাডি এই কৈ মাছগুলো কাটতে কত লাগবে? -কট্টুক আছে? দেড় কেজির বেশি। -দেড়শ’ টাকা লাগবো। কিছুটা দর কষাকষির পর রাজি হয়ে মাছ কাটা শুরু। বিজ্ঞাপন রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প বাজারে মাছ কাটে উজ্জ্বল ভুঁইয়া। বিশ একুশ বছরের হাসিখুশি উচ্ছল তরুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও