মডেল নায়লা নাঈম। তার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এরপর সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। নতুন খবর হচ্ছে, বই আকারে তার জীবনী প্রকাশ হতে যাচ্ছে। জানা গেছে, ২০২০ সালের বইমেলায় আসছে নায়লা নাঈমের জীবনী। এই মডেলের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই। লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির বইটি লিখছেন। এরই মধ্যে নামও ঠিক হয়েছে, ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ১’। নায়লা নাঈমের অনুমতি নিয়ে তার রেকর্ডকৃত বক্ত্যবের ভিত্তিতে লেখা হয়েছে নায়লা নাঈমের জিবনীভিত্তিক বইটি। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালের বই মেলায় গ্রন্থিক প্রকাশন প্রকাশ করবে। ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা। ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছে প্রবল হয়। তার শুরুটা এভাবেই!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.