কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোয়ালিটি- হান্ড্রেড পারসেন্ট, মাস্ট!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:২৭

পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে ফিরে: শতবছর মেয়াদের জন্য নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ পদ্মাসেতু। নির্মাণের সময় ছোটখাট ত্রুটি-বিচ্যুতি এড়ানো গেলে তা টেকসই হবে আরো বেশি। বিষয়টি মাথায় রেখে এগিয়ে চলছে পদ্মাসেতুর সার্বিক নির্মাণ কাজ।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও জোর দিয়েছেন এ সেতুর গুণগত মান নিশ্চিত করার উপর। সেটি মাথায় রেখে শতভাগ গুণগত মান রক্ষা করেই নির্মাণ হচ্ছে খরস্রোতা পদ্মা নদীর ওপর এই সেতু। গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছেন না সেতু নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা।   শনিবার (২৩ নভেম্বর) পদ্মাসেতু প্রকল্প এলাকা মাওয়া ও জাজিরা পয়েন্টে গিয়ে সার্বিক কাজের অগ্রগিতর সঙ্গে গুণগত মান নিশ্চিত করার বিষটিও প্রত্যক্ষ করা গেছে। এ বিষয়টি নিজেরাই তদারক করছেন প্রকৌশলীরা।   স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে ২০২১ সালের জুনে চালু হওয়ার কথা রয়েছে এই সেতু। তবে তড়িঘড়ি করে কাজ যেন না হয় সেটিও ভাবনায় রয়েছে বলে জানালেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের।  পদ্মার উপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের এই সেতুর ইতোমধ্যে ২ দশমিক ৪ কিলোমিটার মূল সেতুর কাঠামো তৈরি হয়ে গেছে। বাকি কাজ শেষ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও