‘গ্র্যান্ড ওয়েডিং গালা’ অনুষ্ঠানে তারকামেলা

মানবজমিন প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০০:০০

রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার হয়ে গেল ‘গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান। এটি আয়োজন করছে উইম্যান ক্যান। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী, সংগীতশিল্পী কনা, চিত্রনায়িকা তমা মির্জা, মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া, টয়া, সালহা খানম নাদিয়া, মডেল ইমি, রুমা, মিসেস বাংলাদেশ অবনীসহ শোবিজের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মারিয়া মৃত্তিক বলেন, সকাল ১০ টায় উইম্যান ক্যানের সদস্যরা রেজিস্ট্রেশন করেন। তারপর ১১টা থেকে মেন্টাল হেলথ এবং উইম্যান ক্যানের সদস্যরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর প্রধান অতিথি সাহারা খাতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন।  অনুষ্ঠানে মেববাব অ্যাসোসিয়েট পার্টনার এবং টাইটেল স্পন্সর হিসেবে ছিল ইউরোপিয়ান হেলথ সেন্টার। সন্ধ্যায় ব্রাইডাল সাজের ফ্যাশন শোতে ইমি, রুমা, তমা মির্জা, নাদিয়া, টয়া, শবনম ফারিয়া, অবনীসহ সংগীতশিল্পী কনাকেও শো স্টপার হিসেবে দেখতে পান দর্শকরা। অনুষ্ঠানে উইম্যান ক্যান এর প্রতিষ্ঠাতা, বিউটি ইনফ্লুয়েন্সার ও এক্সক্লুশিয়ার কর্ণধার নম্রতা খান, মারিয়া’স বিউটি সেলুন ও জে.কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, ইডাব্লিউ ভিলা মেডিকার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আসিফ নূর, বিউটি এক্সপার্ট ও দি পারপেলের কর্ণধার সিলভি মাহমুদ ও আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এবং মেববাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আহসানসহ অনেকে উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন নাবিলা করিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও