প্রধানমন্ত্রীকে এরিকের চিঠি
মা বিদিশা সিদ্দিকের সঙ্গে থাকতে চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জাবর এরিক এরশাদ। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। আজ শনিবার এরিকের মা বিদিশা সিদ্দিক এসব কথা জানান। চিঠিতে এরিক তার চাচা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেররের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে লিখেছেন, ‘আমার বাবা এরশাদের মৃত্যুর পর থেকে চাচা (জিএম কাদের) ও তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা কৌশলে আমার বাবার লাশ পর্যন্ত আমাকে দেখতে দেয়নি। ষড়যন্ত্রের মাধ্যমে মায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদ দিয়ে মা-ছেলের সম্পর্ককে ছিন্ন করেছিলেন। কখনও কখনও আমাকে রাখা হতো অনাহারে, অর্ধাহারে। এমনকি আমার বাড়িতে কর্মরত ড্রাইভার ও কাজের বুয়াদের দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।’