You have reached your daily news limit

Please log in to continue


ওয়েব সিরিজে আইরিন

আইরিন আফরোজ সম্প্রতি একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। এতে দেখা যাবে, গ্রামের মেয়ে আইরিন জিন ধরা নিয়ে এলাকার সবার সঙ্গে মজা করতো। মজার একপর্যায়ে সত্যিই এক অশরীরীর মুখোমুখি হয় সে, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ কাজটি নিয়ে আইরিন আফরোজ বলেন, গল্পের মধ্যে অনেক ঘটনা ঘটতে থাকে। বলতে গেলে ভৌতিক গল্প নিয়েই এর কাহিনী। প্রথমবার এমন  ভৌতিক গল্পে অভিনয় করলাম। এতে আমার চরিত্রের নাম কাজল। এই ওয়েব ফিল্মের নাম ‘সন্ধ্যাতারা’। মারুফ ওরহমানের রচনায় এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। আশা করি, দর্শকদের ভালো লাগবে। এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এহসান, রেশমি, ইতি ও নবীসহ অনেকে। জানা গেছে, ২০ মিনিট দৈর্ঘ্যের এ ওয়েব ফিল্মটি শিগগিরই দেখা যাবে রবি অ্যাপসে। এদিকে আইরিন আফরোজের অভিনয়ে বর্তমানে ‘বকুলপুর’ নামের ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ বিটিভিতে, বৈশাখী টিভিতে ‘কমেডি ৪২০’ ও ‘শহর আলী’ নামে ধারাবাহক নাটক প্রচার হচ্ছে এনটিভিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন