এবার মশা মারতে ড্রোন ব্যবহার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৮:৫৪
ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানো বন্ধ করতে মশার লার্ভার খোঁজ করে সেগুলো ধ্বংস করা হবে ড্রোন দিয়ে। এই প্রকল্পে যে ড্রোন ব্যবহার করা হবে তার নাম দেয়া হয়েছে বিনাশ। ২০ তলা ভবনের সমান উচ্চতায় উড়তে পারবে এই ড্রোন। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস রয়েছে এতে। ড্রোনের সঙ্গে কীটনাশক মজুদের জন্য একটি কনটেইনার রাখা হয়েছে। এ ছাড়াও একটি হুটার বা মাইক রয়েছে এতে যা কীটনাশক স্প্রে করার সময় বেজে উঠবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ড্রোন ব্যবহার
- মশক নিধন
- কলকাতা