আইপিও রিভিউর জন্য ১৮ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে ডিএসই
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য যেসব কোম্পানি আবেদন করেছে, সেগুলোর প্রসপেক্টাসের তথ্য পর্যালোচনার জন্য গত মাসে একটি আইপিও রিভিউ টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ। এরই ধারাবাহিকতায় গতকাল এ টিমকে সহায়তার জন্য বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের প্রতিনিধি ও আর্থিক বিশ্লেষকদের সমন্বয়ে ১৮ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে ডিএসই। পাশাপাশি বিতর্ক এড়ানোর জন্য আইপিও রিভিউ টিমের সদস্য হিসেবে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমনকে প্রত্যাহার করে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল এক্সচেঞ্জটির পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.