You have reached your daily news limit

Please log in to continue


চার্জশিট গ্রহণ, পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদল্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী ৩রা ডিসেম্বর শুনানি শুরু হবে। চার্জশিট গ্রহণের পর এই মামলায় পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ সোমবার চার্জশিট গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. কাউসারুল ইসলামের আদালত। এর আগে গত ১৩ই নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজামান। গত ৬ই অক্টোবর বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সেদিন রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন