![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2019/11/18/110115_bangladesh_pratidin_bikel.jpg)
‘বসন্ত বিকেল’-এ শিপন-সুবহা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ১১:০১
‘বসন্ত বিকেল’ ছবিটিতে যুক্ত হয়েছেন ‘দেশা: দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র। ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। গতকাল রবিবার ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়। ছবিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন আলোচিত মডেল হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু। নির্মাতা রফিক সিকদার জানান, আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত