ঢাকার এ উৎসব আলাদা মর্যাদা পেয়েছে বিশ্বে - আমাদের সময়কে ‘জুনুন’
ফোক ফেস্টের শেষ রাতে পারফরম করেছে পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড দল জুনুন। ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় আমাদের সময়ের সঙ্গে একান্ত আলাপে অংশ নেন ব্যান্ডের তিন সদস্য সালমান আহমেদ, ব্রায়ান ওকোননেল ও আলী আজমত। সাক্ষাৎকার নিয়েছেনÑ ফয়সাল আহমেদষ এর আগে একবার ঢাকায় এসেছিলেন ষষ প্রায় ৫ বছর আগে এসেছিলাম। কিন্তু এবার সবকিছুই নতুন মনে হচ্ছে। শহরে অনেক নতুনত্ব এসেছে। আগেরবার রিকশায় শহরে ঘুরেছিলাম। তখন শহরটা ছোট ছিল। এখন এত বড় হয়েছে! ষ তা হলে তো এবারের ঢাকা সফরের অনুভূতি অন্যরকম?ষষ এখানে আসতে…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.